About Us - আমারসকাল কি করে এবং কি আমাদের উদ্দেশ্য

আমারসকালে আপনাকে স্বাগত 

সাংবাদিক হিসেবে আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থাকায় এরকম একটি ওয়েব পোর্টালের কথা আমার মাথায় আসে। তারপরই 'আমার সকাল' নামে এই ওয়েব পোর্টাল আমরা চালু করি।

গত ২১ সেপ্টেম্বর ২০১৭ থেকে আমরা এই 'আমার সকাল' নামে ওয়েব পোর্টাল চালাচ্ছি।

 রাজ্য, দেশ এবং বিশ্বের গুরুত্বপূর্ণ খবরাখবর---  তা রাজনীতি, সমাজ, সংস্কৃতি, বিজ্ঞান ও খেলাধূলা বিষয়ক সবকিছুই আমরা তুলে ধরতে চেয়েছি এই ওয়েব পোর্টালের মাধ্যমে। এইসঙ্গে আর একটি বিষয় আমরা ভেবেছিলাম, সেটি হলো, গ্রামীণ মানুষের খবরাখবর  ও তাদের সংস্কৃতিকেও 'আমার সকাল' ওয়েব পোর্টালের মাধ্যমে বৃহৎ সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেব। 

এখন শহরের মানুষদের মতোই মফস্বল ও গ্রামীণ এলাকাতেও মোবাইল ফোনের মাধ্যমে মানুষেরা অনলাইন সংবাদ, সিনেমা, খেলাধূলা ইত্যাদি দেখতে অভ্যস্ত হয়ে গেছেন। বাসে, ট্রেনে করে চলতে চলতেও তাঁরা ইন্টারনেটের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের শেষতম খবরাখবর দেখে নিতে চান। এ কথা মাথায় রেখেই আমরা এই ওয়েব পোর্টাল চালু করার কথা ভাবি। প্রিন্ট মিডিয়ার তুলনায় ইন্টারনেটের মাধ্যমে এই ধরনের ওয়েব পোর্টালের জনপ্রিয়তা অনেকাংশেই বেড়েছে।

'আমার সকাল' ওয়েব পোর্টালের লক্ষ্য তাই শহরের মানুষের পাশাপাশি মফস্বল ও গ্রামীণ মানুষের কাছেও পৌঁছনো।  সেই লক্ষ্যে আমরা অনেকটাই সফল হতে পেরেছি।

উদাহরণস্বরূপ একটি সংবাদের কথা এখানে উল্লেখ করা যেতেই পারে। সম্প্রতি আমাদের দেশের লাদাখে গালওয়ান উপত্যকায় ভারত ও চীন দেশের মধ্যে যে অস্থিরতার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং শেষ পর্যন্ত আমাদের দেশের সরকার ও সেনাবাহিনীর বিচক্ষণতায় সেই পরিস্থিতি সামাল দেওয়ার ঘটনাটি আমাদের ওয়েব পোর্টালের দর্শকরা গভীর আগ্রহের সঙ্গে দেখেছে। আমরা এ বিষয়ে অত্যন্ত ভালো সাড়া পেয়েছি। 

লকডাউনের সময় সংবাদপত্র মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে যথেষ্ট অসুবিধার সৃষ্টি হয়েছিল। এখনও সব জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এছাড়া, অনেক সংবাদপত্র-পাঠক এখনও অনলাইন সংবাদ পড়ে নেওয়াকেই গুরুত্ব দিচ্ছেন। করোনাভাইরাস সম্পূর্ণ নিয়ন্ত্রিত না হলে তাঁরা এখনও বোধহয় এ ব্যাপারে নিশ্চিন্ত হতে পারছেন না। এক্ষেত্রেও 'আমার সকাল' ওয়েব পোর্টালের গুরুত্ব আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এটি নিঃসন্দেহে আমাদের আরও উৎসাহিত করেছে।

আর একটি বিষয় হলো, আমরা স্থানীয় বিষয়গুলিকে গুরুত্ব সহকারে তুলে ধরি। সাধারণত বৃহৎ সংবাদ-মাধ্যমে এই ধরনের বিষয়গুলি তেমন গুরুত্ব পায় না। এর ফলে আমরা স্থানীয় মানুষদের কাছ থেকেও খুব ইতিবাচক সাড়া পেয়ে থাকি। এসব কারণেই এটুকু বলাই যায়, যে উদ্দেশ্য নিয়ে 'আমার সকাল' ওয়েব পোর্টালটি আমরা চালু করেছিলাম, সে উদ্দেশ্য অনেকাংশেই সফলতার দিকে এগিয়ে চলেছে। সমাজ ও দেশ সম্পর্কে সদর্থক ভাবনাকে মানুষের সামনে তুলে ধরার মাধ্যমে আমরা মানুষের গঠনশীল মনোভাবকে উৎসাহিত করতে চাই। 'আমার সকাল' সেই উদ্দেশ্য নিয়েই এগিয়ে চলতে চায়।


আমাদের ঠিকানা-- ১/১ বিদ্যাসাগর, (বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের নিকট), কলকাতা-- ৭০০০৪৭, পশ্চিমবঙ্গ।


আমাদের উদ্দেশ্য

আর একটি বিষয় হলো, আমরা স্থানীয় বিষয়গুলিকে গুরুত্ব সহকারে তুলে ধরি। সাধারণত বৃহৎ সংবাদ-মাধ্যমে এই ধরনের বিষয়গুলি তেমন গুরুত্ব পায় না। এর ফলে আমরা স্থানীয় মানুষদের কাছ থেকেও খুব ইতিবাচক সাড়া পেয়ে থাকি। এসব কারণেই এটুকু বলাই যায়, যে উদ্দেশ্য নিয়ে 'আমার সকাল' ওয়েব পোর্টালটি আমরা চালু করেছিলাম, সে উদ্দেশ্য অনেকাংশেই সফলতার দিকে এগিয়ে চলেছে। সমাজ ও দেশ সম্পর্কে সদর্থক ভাবনাকে মানুষের সামনে তুলে ধরার মাধ্যমে আমরা মানুষের গঠনশীল মনোভাবকে উৎসাহিত করতে চাই। 'আমার সকাল' সেই উদ্দেশ্য নিয়েই এগিয়ে চলতে চায়।

আরো পড়ুন...

#aamarsakal #news #newsportal #trendingnews #trend

একটি মন্তব্য পোস্ট করুন